পাকিস্তানের মাটিতে ফের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আর এ লক্ষ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে টাস্কফোর্স পাঠানোর আবেদন জানিয়েছে বোর্ডটি। আইসিসির নীতি-নির্ধারকদের প্রতি এই আহ্বান জানিয়েছেন পিসিবি প্রধান শাহরিয়ার খান।
গত মাসে বারবাডোজে অনুষ্ঠিত আইসিসির নির্বাহী বোর্ডের সভায় টাস্কফোর্সের সমালোচনা করেন শাহরিয়ার। তার মতে, পাকিস্তানে ফের আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে টাস্ক ফোর্স যে পরামর্শ দিয়েছিল তার সবই বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। অথচ তারা যে সুপারিশগুলো আমাদের করেছিল তা বাস্তবায়ন হলেও মূল্যায়ন প্রতিবেদনে সেটা বলেনি টাস্কফোর্স।
এ ব্যাপারে পিসিবির বিশ্বস্ত সূত্র পিটিআইকে জানিয়েছে, বোর্ডের সভায় টাস্কফোর্সের সমালোচনা করেছেন শাহরিয়ার। আর টাস্কফোর্সের সদস্যদের পাকিস্তান সফরে এসে পরিস্থিতি মূল্যায়নের কথা বলেছেন তিনি। কেননা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ টাস্কফোর্স।
উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর ২০১৫ সাল পর্যন্ত কোনো দেশ পাকিস্তান সফর করেনি। তবে লম্বা বিরতির পর গত মে মাসে ২টি টি-২০ ও ৩টি একদিনের ম্যাচ খেলতে পাকিস্তান সফর করে জিম্বাবুয়ে ক্রিকেট দল। টেস্ট খেলুড়ে অন্যান্য দেশগুলো যেন পাকিস্তান সফরে আসে সে লক্ষ্যে নতুন করে এ তৎপরতা শুরু করেছে পিসিবি।
বিডি-প্রতিদিন/৬ জুলাই ২০১৫/শরীফ