দলের সেরা খেলোয়াড়দের যে কোনো কিছুর বিনিময়েই মাঠে দেখতে চান কোচরা। কিন্তু কোপা আমেরিকায় ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা নিজেই চাননি নেইমার মাঠে থাকুক।
কোপায় কলম্বিয়ার বিপক্ষে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য লাল কার্ড দেখেন নেইমার। অপেশাদার এই আচরণের জন্য ব্রাজিল অধিনায়ককে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন। ফলে আসর থেকে ছিটকে পড়েন ২৩ বছর বয়সী তারকা।
নেইমারের শাস্তির বিরুদ্ধে আপিল করার কথা শুরুতে জানিয়েছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কিন্তু পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। আর টুর্নামেন্ট শেষে বার্সা তারকার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল না করা নিয়ে নিয়ে মুখ খুলেছেন সিবিএফের সাধারণ সম্পাদক ওয়ালতার ফেলদমান।
এ প্রসঙ্গে ইস্পোর্তে স্পেতাকুলারকে তিনি বলেন, 'কখনো এমন কিছু কঠিন মুহূর্ত আসে, যখন আপনাকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে এবং একমাত্র সময়ই বলবে আপনি ঠিক, নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। কোচিং স্টাফরা শাস্তির বিরুদ্ধে আমাদের আপিল করতে বলেনি। কারণ নেইমারের চলে যাওয়াটাকেই তারা সেরা মনে করেছিলেন।'
জনপ্রিয়তার দিক থেকে নেইমারের অবস্থান লিওনেল মেসির প্রায় কাছাকাছিই। দূর্দান্ত প্রতিভা থাকায় তার সামনে রয়েছে অপার সম্ভাবনাময় ভবিষ্যৎ। তাই ব্রাজিল অধিনায়ককে মেজাজ নিয়ন্ত্রণে রাখা শেখাতেই নাকি দুঙ্গা এ পন্থা বেছে নিয়েছেন বলে জানিয়েছেন ফেলদমান।
বিডি-প্রতিদিন/০৬ জুলাই ২০১৫/ এস আহমেদ