জাতীয় দল থেকে আপাতত ছুটি নিয়েছেন বিরাট কোহলি। জিম্বাবুয়ে সফরে তাকে দেশের জার্সিতে খেলতে দেখা যাবে না। কাউকে না জানিয়ে ছুটি কাটাতে গার্লফ্রেন্ড আনুশকা শর্মাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছেন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক। ইচ্ছা ছিল মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে সময়টা বান্ধবীকে নিয়ে সময়টা উপভোগ করবেন। কিন্তু সে গুড়ে বালি দিয়ে দিল হোটেলের শেফ ড্যারল।
বিরাট-আনুশকার সাউথ আফ্রিকা অভিসারের খবরটা কারোর কাছেই ছিল না। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিলাসবহুল সাবি সাবি আর্থ লজে রয়েছেন তারা। আর এ খবরটা সবাইকে জানিয়ে দিলেন স্বয়ং হোটেলের শেফ ড্যারল। তিনি একটি টুইট করতেই বিরাট-আনুশকার ছুটি কাটানোর খবর চলে আসে সবার কাছে।
ড্যারল টুইটে লিখেছেন, 'বিরাট-আনুশকাকে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আমি চাইব ওরা আবারও এখানে আসুক।'
একটি ছবিও পোস্ট করেছেন ড্যারল। টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক ও বলিউড অভিনেত্রী সুযোগ পেলই বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। ব্যস্ততার মাঝেও প্রেমের জন্য সময় বার করতে কেউই পিছপা হন না। মিডিয়াও তাদের পিছু ছাড়ে না। তাই এবার খবরটা গোপন রাখার যথেষ্ট চেষ্টা করেছিলেন তারা দু'জন। কিন্তু পারলেন না।
বিডি-প্রতিদিন/০৬ জুলাই ২০১৫/ এস আহমেদ