টেস্টে ইতিহাস গড়লেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ইউনিস খান। সোমবার দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি। চতুর্থ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করা তিনিই এখন ইতিহাসের একমাত্র টেস্ট ক্রিকেটার।
কলম্বো টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে শান মাকসুদের সঙ্গে জুটি বেঁধে দারুণ সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে ইতিমধ্যে পনের হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন ৩৭ বছর বয়সী এই তারকা।
চতুর্থ ইনিংসে চারটি সেঞ্চুরি করে এতোদিন সুনীল গাভাস্কর, গ্রায়েম স্মিথ ও রিকি পন্টিংদের কাতারে ছিলেন ইউনিস খান। কিন্তু কলম্বো টেস্টে চতুর্থ দিনে সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে দীর্ঘ ১৫ বছরে ১০১টি ম্যাচ খেলেছেন ইউনিস খান। তার ব্যাটিং গড় ৫৩.৩৩।
বিডি-প্রতিদিন/০৬ জুলাই ২০১৫/ এস আহমেদ