ম্যাচ জেতায় বোলাররা। ম্যাচ জেতায় ব্যাটসম্যানরা। ক্রিকেটের অতি সাধারণ কথন। খুব ভালো করে জানেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পাকিস্তান, ভারত সিরিজের পর বার বার কথাগুলো বলেছেনও। গতকাল দ্বিতীয় টি-২০ ম্যাচে হেরে যাওয়ায় ব্যাটিং ও বোলিংকে আড়ালেই রাখলেন টাইগার অধিনায়ক। ৩১ রানে হারের জন্য সরাসরি না হলেও দুষলেন জুটি গড়তে না পারাকে। সত্যিই কি ঠিক বলেছেন টাইগার অধিনায়ক? ম্যাচের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিন্তু তাই বলে। জুটির অভাবেই হেরে গেছে বাংলাদেশ।
পাকিস্তান ও ভারতকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেট গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। দুই দুটি ক্রিকেট পরাশক্তিকে হারানোয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন সর্বোচ্চ। পরপর দুই টি-২০ ম্যাচ হেরে সেই আগ্রহে কিছুটা হলেও জল ঢেলে দিলেন মাশরাফিরা। প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের কোনোটিতেই গড়তে পারেনি প্রতিদ্বন্দ্বিতা। প্রথমটিতে বোলাররা ভালো করেছিল। কিন্তু কাল ব্যর্থ পুরোপুরি। দুই প্রোটিয়া ওপেনার কুইন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স ১০.৩ ওভারে ৯৫ রানের জুটি দেন। ওই জুটির উপরই দক্ষিণ আফ্রিকা ১৬৯ রানের উইনিং ইনিংস গড়ে। যদিও ১১-১৮ ওভার মাশরাফিবাহিনীর নিয়ন্ত্রণে ছিল ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর থাকেনি। শেষ দুই ওভারে ৩২ রান তুলে নেয় সফরকারীরা। উদ্বোধনী জুটির গড়ে দেওয়া ভিত এগিয়ে দেয় প্রোটিয়াদের। এই সুবিধাটুকু পায়নি বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও সৌম্য ৪৬ রান যোগ করেন স্কোর বোর্ডে। বাংলাদেশের ইনিংসে ওটাই সর্বোচ্চ জুটি। ম্যাচ শেষে তাই আফসোসটা একটু বেশিই ধ্বনিত হলো মাশরাফির কণ্ঠে, ‘ওদের উদ্বোধনী জুটি বেশ ভালো করেছে। তারপরও আমাদের বোলাররা ম্যাচে ফিরেছে। আমাদের ব্যাটসম্যনরাও ভালোমতো শুরু করেছিল। শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা ছিল না। আসলে জুটির অভাব পরিলক্ষিত হয়েছে পরিষ্কারভাবে।’ একটি জুটিই বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে পুরোপুরি। উদ্বোধনী জুটিতে ৪৬ রানই সর্বোচ্চ। দ্বিতীয় সেরা ২২ রান। ব্যাটিং পাওয়ার প্লের শুরুটা ছিল কিন্তু বেশ ভালো, ৬ ওভারে ১ উইকেটে ৫২। বিপরীতে সফরকারীদের ছিল বিনা উইকেটে ৫১।
ডিসেম্বর থেকে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ১৭ ওয়ানডেতে জয় ১৪ এবং যাতে টানা জয় ১০টি। অবিশ্বাস্য এই পারফরম্যান্সের মোমেন্টাম নিয়েই টি-২০ সিরিজে নেমেছিলেন মাশরাফিরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্যালকুলেটেড ক্রিকেটে সঙ্গে পেরে উঠেনি কোনোভাবে। প্রোটিয়াদের সঙ্গে দুই ম্যাচ হেরেছে যথাক্রমে ৫২ ও ৩১ রানে। ২০ ওভারের ম্যাচে পার্থক্য অনেক বড়। দুই দলের এই পার্থক্যের গড়ে দিয়েছে ফিল্ডিং, ম্যাচের পর সহজভাবে স্বীকার করেন টাইগার অধিনায়ক, ‘ফিল্ডিংই পার্থক্য গড়ে দিয়েছে। ওরা অসাধারণ ফিল্ডিং করেছে। প্রথম ম্যাচে আমরা খারাপ না করলেও আজ (কাল) বাজে ফিল্ডিং হয়েছে বেশ কিছু। দুই রান দিয়েছি, ওভার থ্রো করেছি। ম্যাচে ভালো করতে হলে ফিল্ডিং ভালো করা খুবই জরুরি।’
এক বছর ধরে সাত-আট ব্যাটসম্যন নিয়ে নিয়মিত খেলছে বাংলাদেশ। কালও খেলেছে। তারপরও স্কোর ১৩৮। আট ব্যাটসম্যান খেলানোর ব্যাখ্যায় মাশরাফি বলেন, ‘গত আট মাসে আট ব্যাটসম্যান নিয়ে খেলিনি। আমরা ভেবেছিলাম ওরা বড় স্কোর গড়ে চাপে ফেলবে আমাদের। আমাদের হাতে অপশনও ছিল। তাই আট ব্যাটসম্যান নিয়ে খেলেছি। তারপরও আমার কাছে ৬-৭ নম্বরে একজন হার্ড হিটার ব্যাটসম্যানের অভাব রয়েছে।’ হার্ড হিটার কিংবা আট ব্যাটসম্যান খেলালেও রনি তালুকদার কাল ব্যাটিং করেছেন আট নম্বরে। বিস্ময়ের চেয়েও বড়! অথচ রনিকে দলে নেওয়া হয়েছে ওপেনার হিসেবে। রনি লেট মিডল অর্ডারে ব্যাটিং করানোর ব্যাখ্যায় টাইগার অধিনায়ক বলেন, ‘ওপেনিংয়ে কোনোভাবেই সম্ভব নয়। তামিম ও সৌম্য খুব ভালো করছে। রনিকে ওয়ানডে ডাউনে খেলানোর ভাবনাই ছিল আমাদের। কিন্তু ওপেনাররা ৬ ওভার ব্যাটিং করায় বাধ্য হয়ে অভিজ্ঞ সাকিবকে পাঠাই। তাই তাকে খেলানো সম্ভব হয়নি।’
বাংলাদেশকে বেঁধে ফেলার প্রোটিয়াদের অন্যতম নায়ক এডি লি। লি তার লেগ স্পিনে সাজঘরে ফিরিয়েছেন ৩ টাইগার ব্যাটসম্যানকে। বাংলাদেশ স্কোয়াডেও ছিল লেগ স্পিনার জুবায়ের হোসেন। অথচ তাকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। না খেলানোর ব্যাখ্যায় টাইগার অধিনয়ক বলেন, ‘জুবায়েরকে নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে। ওকে সামনের কোনো ম্যাচে সুযোগ দেওয়া যাবে।’ এদিকে ওয়ানডে সিরিজের সময় পরিবর্তন হচ্ছে। আগের শিডিউল ছিল দুপুর ১২টায় ম্যাচ শুরু হবে। এখন তা হবে বিকাল ৩টায়।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ইনিংস: ২০ ওভারে ১৬৯/৪ (ডি কক ৪৪, ডি ভিলিয়ার্স ৪০, মিলার ৩০*, নাসির ২/২৬, আরাফাত ১/৩১, মুস্তাফিজ ১/৩৪)।
বাংলাদেশ ইনিংস: ১৯.২ ওভারে ১৩৮/১০ (সৌম্য ৩৭, রনি ২১, মুশফিক ১৯, মাশরাফি ১৭, এডি ৩/১৬, অ্যাবট ৩/২০, ফাঙ্গিসো ৩/৩০)।
ফলাফল : দক্ষিণ আফ্রিকা ৩১ রানে জয়ী। ম্যাচ সেরা: এডি লি (দক্ষিণ আফ্রিকা)
শিরোনাম
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
- ‘শিখতে আসিনি, জিততে এসেছি’, নিউজিল্যান্ডকে হারিয়ে সোহান
- স্বর্ণের দাম বেড়েছে
- বাড়ির উঠানে বৃদ্ধকে শুঁড় দিয়ে আছড়ে মারল হাতি
- বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার
- সুন্দরবনে মহাবিপন্ন বাটাগুর বাসকা কচ্ছপের ৬৫ বাচ্চার জন্ম
- পাকিস্তানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯
- পেহেলগাঁও ইস্যু, আন্তর্জাতিক তদন্তে ব্রিটেনকে যুক্ত হওয়ার আহ্বান পাকিস্তান প্রধানমন্ত্রীর
- পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ১
বড় জুটির আক্ষেপ মাশরাফির
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর