টি-২০ সিরিজ শেষ। দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এখন প্রস্তুতি ওয়ানডে সিরিজের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু ১০ জুলাই। বাকি দুটি ১২ ও ১৫ জুলাই। প্রথম দুটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এবং শেষটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কাল প্রধান নির্বাচক ফারুক আহমেদের নেতৃত্বে নির্বাচক প্যানেল প্রথম দুই ওয়ানডের ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। ভারত সিরিজ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ, ব্যাটসম্যান মুমিনুল হক ও রনি তালুকদার। ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়।
বিশ্বকাপ ক্রিকেটে আহত হয়েছিলেন এনামুল হক বিজয়। নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করার সময় আহত হন বিজয়। ওই ইনজুরি তাকে ছিটকে দেয় বিশ্বকাপ থেকে। শুধু বিশ্বকাপ নয়, ইনজুরির জন্য এনামুল খেলতে পারেননি পাকিস্তান ও ভারত সিরিজে। খেলেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজও। সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করে ফিরেছেন জাতীয় দলে। বিশ্বকাপে দুর্দান্ত খেলা মাহমুদুল্লাহ পাকিস্তান সিরিজে খেলেন। ভারত সিরিজে খেলতে যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই অনুশীলনে আঙুলে ব্যথা পান। ফলে ভারত সিরিজে দর্শক হয়ে থাকতে হয়েছে তাকে। এখন পুরোপুরি সুস্থ এবং ফিরেছেন দলে। দুজনকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, 'ফিজিও ও চিকিৎসকের কাছ থেকে মাহমুদুল্লাহর ফিটনেসের যে রিপোর্ট পেয়েছি, তার উপরেই তাকে নিয়েছি। সে সম্পূর্ণ ফিট। বিজয় চোটের জন্য বাইরে ছিল। এখন আমাদের মনে হচ্ছে, সে ফর্মে আছে। আপার অর্ডারে তাকে প্রয়োজন, তাই তাকে নেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের ইচ্ছাতেই তাকে নেওয়া হয়েছে।'
প্রথম দুই ম্যাচে বাংলাদেশ
মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান