শেখ রাসেল ক্রীড়া চক্র ও ঢাকা মোহামেডান আজ গুরুত্বপূর্ণ খেলায় মুখোমুখি হচ্ছে। বিকাল সোয়া চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় পর্বের ম্যাচটি শুরু হবে। শক্তির বিচারে শেখ রাসেলের সামনে মোহামেডানের দাঁড়ানোর কথা নয়। দেশের তারকা খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে। ভালোমানের বিদেশিও সংগ্রহ করা হয়েছে। কিন্তু অচেনা তরুণদের নিয়ে মোহামেডানও লিগে খারাপ খেলছে না। প্রথম পর্বে শেখ রাসেল ও ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে যৌথভাবে ২০ পয়েন্ট সংগ্রহ করলেও গোল পার্থক্যে মোহামেডান দ্বিতীয় অবস্থানে ছিল। দ্বিতীয় পর্বেও টানা দুই ম্যাচ জিতে ২৬ পয়েন্ট নিয়ে অবস্থানটি ধরে রেখেছে। অন্যদিকে এক ম্যাচ কম খেলে শেখ রাসেলের অ্যাকাউন্টে জমা পড়েছে ২৩ পয়েন্ট।
আজ জিতলে শেখ রাসেল সমানভাবে ২৬ পয়েন্ট সংগ্রহ করলেও মোহামেডান ১৩ পয়েন্ট হারাবে। এককভাবে তখন শেখ রাসেল দ্বিতীয় স্থানে উঠে আসবে। এক ম্যাচ বেশি খেলে ৩০ পয়েন্টে শীর্ষে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম পর্বে লড়াইয়ে শেখ রাসেল হারিয়ে ছিল মোহামেডানকে। দ্বিতীয় পর্বে শিরোপার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে শেখ রাসেল। প্রথম ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে জয়ই বলে দিচ্ছে দ্বিতীয় পর্বে এমিলি, মিঠুনরা কতটা সতর্ক থাকবেন। শক্তির বিচারে ফেবারিট হলেও মোহামেডানকে হারাতে শেখ রাসেলকে খেলতে হবে শেখ রাসেল রূপেই। প্রথম পর্বে দুর্বলতা চিহ্নিত করে দলে পরিবর্তন আনা হয়েছে। দ্রাগান দুগানোভিচকে পরিবর্তন করে প্রশিক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মারুফুল হক মারুফের হাতে। নতুন দুই বিদেশিও উড়িয়ে আনা হয়েছে।