মিচেল জনসন। অস্ট্রেলিয়ার এই পেসারই তো গত অ্যাশেজে ত্রাস হয়ে গিয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যানদের কাছে। পাঁচ ম্যাচের সব কটিতেই জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। শুধু কি তাই, এক জনসনই নিয়েছিলেন ইংল্যান্ডের ৩৭ উইকেট। জনসনের কাছেই নিঃশেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকের বিশ্বাস, এখন আর আগের মতো আগ্রাসী রূপে দেখা যাবে না অসি পেসারকে।
আজ থেকে শুরু হচ্ছে অ্যাশেজ যুদ্ধ। কার্ডিফ টেস্ট দিয়ে শুরু। গত আসরে হোয়াটওয়াশের প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ইংলিশরা। কুক মনে করেন, ফর্ম চিরস্থায়ী নয়। ২০১১ সালের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। সেবার অস্ট্রেলিয়ার মাটিতেই স্বাগতিকদের নিয়ে ছেলেখেলা করেছিল ইংল্যান্ড। ওই আসরে ব্যাট হাতে ১২৭.৬৬ গড়ে ৭৬৬ রান করে সিরিজ সেরা হয়েছিলেন কুক।