ইংল্যান্ডের সারেতে ক্রিকেট মাঠে স্থানীয় লিগে বুকে বলের আঘাতে মৃত্যু হয়েছে ২৪ বছর বয়সী একজন তরুণ ক্রিকেটারের। রবিবার লং ডিটন গ্রাউন্ডে ব্রিটিশ তামিল লিগের একটি ম্যাচে মানিপায় পারিশন স্পোর্টস ক্লাবের ক্রিকেটার বাভালান পাথমানাথান ব্যাট করার সময় বুকে বলের আঘাত পান। এসময় তিনি মাটিয়ে লুটিয়ে পড়লে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়, তবে তাকে বাঁচানো যায়নি। খবর বিবিসি।
বাভালান পাথমানাথানের করুণ মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এর আগে গত নভেম্বরে সিডনিতে ঘরোয়া লিগের ম্যাচে ঘাড়ে বলের আঘাতে মাঠে লুটিয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটসম্যান ফিলিপ হিউস। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে তিনি মারা যান। সেসময় মাঠে ব্যাটসম্যানদের নিরাপত্তার বিষয়টি আলোচনায় উঠে আসে।
বিডি-প্রতিদিন/ ০৮ জুলাই, ২০১৫/ রশিদা