দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পূর্ব নির্ধারিত সময় ৩ ঘণ্টা পিছিয়ে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আগে সবগুলো ম্যাচ বেলা ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সময়ে সবগুলো ম্যাচ বিকেল ৩টা থেকে শুরু হবে।
মঙ্গলবার রাতে এক বিবৃতির মাধ্যমে এমনটি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি’র বিবৃতিতে আরও জানানো হয়, ম্যাচের ইনিংস বিরতি হবে পৌনে এক ঘন্টা। সন্ধ্যা সাড়ে ৬টায় তা শুরু হবে। দ্বিতীয় ইনিংস সোয়া ৭টায় শুরু হয়ে রাত পৌনে ১১টায় শেষ হবে।
উল্লেখ্য, আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক বাংলাদেশের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
বিডি-প্রতিদিন/০৮ জুলাই, ২০১৫/মাহবুব