শেখ রাসেল ক্রীড়া চক্র দেশসেরা ফুটবলারদের নিয়ে দল গড়েছে। অন্যদিকে ঢাকা মোহামেডানের শক্তি বলতে কিছু নেই। তার পরও তরুণদের নিয়ে মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগে ভালোই খেলছে। তাই মোহামেডানকে হারানো বড় বাধা হয়ে পড়েছিল। দ্বিতীয় পর্বে ব্রাদার্সকে হারানোর পর মোহামেডানের বাধাও অতিক্রম করেছে ফেবারিট শেখ রাসেল। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ২-১ গোলে মোহামেডানকে হারিয়ে দেয় তারা। এ জয়ে দারুণভাবে শিরোপা লড়াইয়ে ফিরে এলেন এমিলি, মিঠুনরা। ১২ ম্যাচে এখন তাদের সংগ্রহ ২৬। এক ম্যাচ বেশি খেলে মোহামেডানও ২৬ পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান করছে। অর্থাৎ এ হারে ঐতিহ্যবাহী দলটি ১৩ পয়েন্ট নষ্ট করল। শেখ রাসেল হারিয়েছে ১০ পয়েন্ট। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সত্যি বলতে কী, প্রথম পর্বে অগোছালো ফুটবল খেললেও দ্বিতীয় পর্বে শেখ রাসেলকে দেখা যাচ্ছে শেখ রাসেলরূপেই। খেলা শুরুর ঘণ্টাখানেক আগে ধুম বৃষ্টিতে ভারী হয়ে পরে মাঠ। জায়গায় জায়গায় জমে যায় পানি। বর্ষণসিক্ত ভারী ও পিচ্ছিল মাঠে সাবলীল খেলা খেলতে পারছিলেন না শেখ রাসেল ও মোহামেডানের ফুটবলাররা। বিশেষ করে মাঠের পশ্চিম পাশে গোড়ালি উঁচু পানিতে বল রিসিভ ও পাসিং-কোনোটাই করা সম্ভব হচ্ছিল না। এরপরও ম্যাচের প্রথম ১০ মিনিট মোহামেডানের আক্রমণে ব্যতিব্যস্ত ছিলেন রাসেলের রক্ষণভাগের বোজান প্যাটট্রিক, ওয়ালি ফয়সালরা। অবশ্য সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরেন মিঠুন, এমিলি, জাহিদরা এবং পাল্টা আক্রমণ শানাতে থাকেন মোহামেডানের রক্ষণভাগে। এর মধ্যেই ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল শেখ রাসেল। ডি-বক্সের মাথা থেকে জাহিদের ফ্রি কিক মোহামেডানের ওয়ালে লেগে ফিরে আসে। ফিরতি বলে জাহিদ বাঁ পায়ে সোয়ার্ভিং শট নেন। জটলায় দাঁড়ানো এমিলির হেড নির্দিষ্ট ঠিকানায় না পৌঁছে বারের উপর দিয়ে বাইরে যায়। ওই আক্রমণের পর আরও শানিত হয়ে উঠেন রাসেলের ফুটবলাররা। রাসেলের আক্রমণের ভিড়ে পাল্টা আক্রমণ করে গোলের প্রায় স্বাদ নিয়ে ফেলেছিল মতিঝিল পাড়ার দলটি। ৩০ মিনিটে মধ্যমাঠ থেকে বাড়ানো বল ধরে বাঁ প্রান্ত দিয়ে ইনসাইড আউট সাইড ডজে ইসমাইল বাঙ্গুরা ঢুকে পড়েন রাসেলের ছোট বক্সে। বাঙ্গুরা বল নিয়ে ঢুকতেই রাসেলের গোলরক্ষক লিটন সামনে এগিয়ে অ্যাঙ্গেল ছোট করে ফেলেন বারপোস্টের। তখন তাড়াহুড়া করে বাঁ পায়ে মাটি ঘেঁষা শট নেন বাঙ্গুরা। কিন্তু গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ডান প্রান্তে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে গোল রক্ষা করেন লিটন। পরের মিনিটেই পাল্টা আক্রমণ করে শেখ রাসেল। জাহিদের মাইনাসে বলের লাইনে সময়মতো এমিলি আসতে না পারায় গোল পায়নি শেখ রাসেল। এরপর হঠাৎ করেই দুই দল ঢিলেতালে খেলতে থাকে। খেলাও বিরতির দিকে এগোতে থাকে। প্রথমার্ধের খেলা শেষের বাঁশি যখন বাজবে, ঠিক তখনই ডি-বক্সের ঠিক বাইরে এমিলিকে ফাউল করেন মোহামেডানের ডিফেন্ডার এলিটা বেঞ্জামিন। রেফারি ফাউল দেন এবং ফ্রি কিক নেন জাহিদ। এবার আর ভুল করেননি শেখ রাসেলের মধ্যমাঠের মূল অস্ত্র জাহিদ। অতিরিক্ত সময়ে ডান পায়ে জোরালো শট নেন জাহিদ। ঠিক তখনই মোহামেডানের ওয়ালকে ফলস দিতে দাঁড়িয়ে থাকা মিঠুন দৌড় দেন এবং জাহিদের শট মিঠুনের গায়ে লেগে গতিপথ পাল্টে ঢুকে পড়ে মোহামেডানের জালে। ১-০ গোলে এগিয়ে যায় শেখ রাসেল। গোলের পরপরই বিরতির বাঁশি বাজান রেফারি।
দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ফুটবল খেলার টার্গেটে মাঠে নামে দুই দল। তবে অনেক বেশি আক্রমণাত্মক ছিল দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া মোহামেডান। পাঁচ-ছয়টি আক্রমণ চালিয়েও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল পায়নি মতিঝিল পাড়ার দলটি। ৭৯ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন ইব্রাহিম। বাঁ প্রান্ত দিয়ে বল ধরে একে একে তিন ফুটবলারকে কাটিয়ে ঢুকে পড়েন ছোট বক্সে। আগুয়ান গোলরক্ষক লিটনকেও ডজ দিয়ে গোলবার ফাঁকা করে নেন। কিন্তু বল গোলবারে না মেরে বাইরে মারেন ইব্রাহিম। নিশ্চিত গোল বঞ্চিত হয় মোহামেডান। সমতায় ফেরা হলো না। ঠিক তখনই পাল্টা আক্রমণে গোলসংখ্যা দ্বিগুণ করে শেখ রাসেল। ৮৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে ক্রস করেন সোহেল রানা। ছোট বক্সে দাঁড়ানো হেমন্ত ভিনসেন্ট মোহামেডানের ৩-৪ ফুটবলারের ফাঁক গলিয়ে লাফিয়ে হেডে বলকে তার নিজস্ব ঠিকানায় পাঠিয়ে দেন (২-০)। হেমন্তের ওই গোলেই জয় নিশ্চিত হয় শেখ রাসেলের। অবশ্য পরের মিনিটে গোল করেছিল মোহামেডান। কিন্তু বাঙ্গুরা অফসাইডে থাকায় বাতিল করে দেন রেফারি। তবে অতিরিক্ত সময়ে একটি গোল শোধ করে মোহামেডান। ওয়ালি ফয়সালের হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। ইসমাইল বাঙ্গুরা ঠাণ্ডা মাথায় গোল করে ব্যবধান কমান(১-২)। গোলের পর রেফারি ম্যাচের ইতি টানেন। প্রথম পর্বেও মোহামেডানের বিপক্ষে জয় পেয়েছিল শেখ রাসেল।
শিরোনাম
- যশোরে ওলক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
- চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত, আতঙ্কে ৫০ হাজার মানুষ
- সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৪৯
- সাদাপাথর লুটের ঘটনায় ইউপি চেয়ারম্যান আলমগীর গ্রেফতার
- মেহেরপুরে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
- সাদা পাথর লুটের ঘটনায় করা রিটের শুনানি রবিবার
- ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন হয়, সতর্ক থাকতে হবে : দুদু
- মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে : ধর্ম উপদেষ্টা
- রাবিতে পোষ্য কোটাকে কেন্দ্র করে শঙ্কায় রাকসু নির্বাচন
- যুদ্ধ অবসানে রাজি না হলে রাশিয়ার জন্য ‘গুরুতর পরিণতি’: ট্রাম্প
- রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে যুবক নিহত
- সাদাপাথরে বিছিয়ে দেওয়া হলো জব্দকৃত ১২ হাজার ঘনফুট পাথর
- স্যুটকেসের নাম কেন ‘স্যুটকেস’, এখনকার ট্রলি ব্যাগটি কীভাবে এল?
- আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি ঘোষণা
- টিকটকার প্রিন্স মামুন আবারও গ্রেফতার
- দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- পানি সংকট মোকাবিলা : ছবি-ইমেল মুছে ফেলার আহ্বান ব্রিটেন সরকারের
- ১০ দিনেই এক লাখ করদাতার ই-রিটার্ন দাখিল
- হামজার দুর্দান্ত গোলের পরও লিস্টারের বিদায়
- পুঁজিবাজার: সূচকের উত্থানে চলছে লেনদেন
বড় বাধা টপকালো শেখ রাসেল
শেখ রাসেল ২ : ১ মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর