শেখ রাসেল ক্রীড়া চক্র দেশসেরা ফুটবলারদের নিয়ে দল গড়েছে। অন্যদিকে ঢাকা মোহামেডানের শক্তি বলতে কিছু নেই। তার পরও তরুণদের নিয়ে মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগে ভালোই খেলছে। তাই মোহামেডানকে হারানো বড় বাধা হয়ে পড়েছিল। দ্বিতীয় পর্বে ব্রাদার্সকে হারানোর পর মোহামেডানের বাধাও অতিক্রম করেছে ফেবারিট শেখ রাসেল। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ২-১ গোলে মোহামেডানকে হারিয়ে দেয় তারা। এ জয়ে দারুণভাবে শিরোপা লড়াইয়ে ফিরে এলেন এমিলি, মিঠুনরা। ১২ ম্যাচে এখন তাদের সংগ্রহ ২৬। এক ম্যাচ বেশি খেলে মোহামেডানও ২৬ পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান করছে। অর্থাৎ এ হারে ঐতিহ্যবাহী দলটি ১৩ পয়েন্ট নষ্ট করল। শেখ রাসেল হারিয়েছে ১০ পয়েন্ট। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সত্যি বলতে কী, প্রথম পর্বে অগোছালো ফুটবল খেললেও দ্বিতীয় পর্বে শেখ রাসেলকে দেখা যাচ্ছে শেখ রাসেলরূপেই। খেলা শুরুর ঘণ্টাখানেক আগে ধুম বৃষ্টিতে ভারী হয়ে পরে মাঠ। জায়গায় জায়গায় জমে যায় পানি। বর্ষণসিক্ত ভারী ও পিচ্ছিল মাঠে সাবলীল খেলা খেলতে পারছিলেন না শেখ রাসেল ও মোহামেডানের ফুটবলাররা। বিশেষ করে মাঠের পশ্চিম পাশে গোড়ালি উঁচু পানিতে বল রিসিভ ও পাসিং-কোনোটাই করা সম্ভব হচ্ছিল না। এরপরও ম্যাচের প্রথম ১০ মিনিট মোহামেডানের আক্রমণে ব্যতিব্যস্ত ছিলেন রাসেলের রক্ষণভাগের বোজান প্যাটট্রিক, ওয়ালি ফয়সালরা। অবশ্য সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরেন মিঠুন, এমিলি, জাহিদরা এবং পাল্টা আক্রমণ শানাতে থাকেন মোহামেডানের রক্ষণভাগে। এর মধ্যেই ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল শেখ রাসেল। ডি-বক্সের মাথা থেকে জাহিদের ফ্রি কিক মোহামেডানের ওয়ালে লেগে ফিরে আসে। ফিরতি বলে জাহিদ বাঁ পায়ে সোয়ার্ভিং শট নেন। জটলায় দাঁড়ানো এমিলির হেড নির্দিষ্ট ঠিকানায় না পৌঁছে বারের উপর দিয়ে বাইরে যায়। ওই আক্রমণের পর আরও শানিত হয়ে উঠেন রাসেলের ফুটবলাররা। রাসেলের আক্রমণের ভিড়ে পাল্টা আক্রমণ করে গোলের প্রায় স্বাদ নিয়ে ফেলেছিল মতিঝিল পাড়ার দলটি। ৩০ মিনিটে মধ্যমাঠ থেকে বাড়ানো বল ধরে বাঁ প্রান্ত দিয়ে ইনসাইড আউট সাইড ডজে ইসমাইল বাঙ্গুরা ঢুকে পড়েন রাসেলের ছোট বক্সে। বাঙ্গুরা বল নিয়ে ঢুকতেই রাসেলের গোলরক্ষক লিটন সামনে এগিয়ে অ্যাঙ্গেল ছোট করে ফেলেন বারপোস্টের। তখন তাড়াহুড়া করে বাঁ পায়ে মাটি ঘেঁষা শট নেন বাঙ্গুরা। কিন্তু গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ডান প্রান্তে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে গোল রক্ষা করেন লিটন। পরের মিনিটেই পাল্টা আক্রমণ করে শেখ রাসেল। জাহিদের মাইনাসে বলের লাইনে সময়মতো এমিলি আসতে না পারায় গোল পায়নি শেখ রাসেল। এরপর হঠাৎ করেই দুই দল ঢিলেতালে খেলতে থাকে। খেলাও বিরতির দিকে এগোতে থাকে। প্রথমার্ধের খেলা শেষের বাঁশি যখন বাজবে, ঠিক তখনই ডি-বক্সের ঠিক বাইরে এমিলিকে ফাউল করেন মোহামেডানের ডিফেন্ডার এলিটা বেঞ্জামিন। রেফারি ফাউল দেন এবং ফ্রি কিক নেন জাহিদ। এবার আর ভুল করেননি শেখ রাসেলের মধ্যমাঠের মূল অস্ত্র জাহিদ। অতিরিক্ত সময়ে ডান পায়ে জোরালো শট নেন জাহিদ। ঠিক তখনই মোহামেডানের ওয়ালকে ফলস দিতে দাঁড়িয়ে থাকা মিঠুন দৌড় দেন এবং জাহিদের শট মিঠুনের গায়ে লেগে গতিপথ পাল্টে ঢুকে পড়ে মোহামেডানের জালে। ১-০ গোলে এগিয়ে যায় শেখ রাসেল। গোলের পরপরই বিরতির বাঁশি বাজান রেফারি।
দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ফুটবল খেলার টার্গেটে মাঠে নামে দুই দল। তবে অনেক বেশি আক্রমণাত্মক ছিল দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া মোহামেডান। পাঁচ-ছয়টি আক্রমণ চালিয়েও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল পায়নি মতিঝিল পাড়ার দলটি। ৭৯ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন ইব্রাহিম। বাঁ প্রান্ত দিয়ে বল ধরে একে একে তিন ফুটবলারকে কাটিয়ে ঢুকে পড়েন ছোট বক্সে। আগুয়ান গোলরক্ষক লিটনকেও ডজ দিয়ে গোলবার ফাঁকা করে নেন। কিন্তু বল গোলবারে না মেরে বাইরে মারেন ইব্রাহিম। নিশ্চিত গোল বঞ্চিত হয় মোহামেডান। সমতায় ফেরা হলো না। ঠিক তখনই পাল্টা আক্রমণে গোলসংখ্যা দ্বিগুণ করে শেখ রাসেল। ৮৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে ক্রস করেন সোহেল রানা। ছোট বক্সে দাঁড়ানো হেমন্ত ভিনসেন্ট মোহামেডানের ৩-৪ ফুটবলারের ফাঁক গলিয়ে লাফিয়ে হেডে বলকে তার নিজস্ব ঠিকানায় পাঠিয়ে দেন (২-০)। হেমন্তের ওই গোলেই জয় নিশ্চিত হয় শেখ রাসেলের। অবশ্য পরের মিনিটে গোল করেছিল মোহামেডান। কিন্তু বাঙ্গুরা অফসাইডে থাকায় বাতিল করে দেন রেফারি। তবে অতিরিক্ত সময়ে একটি গোল শোধ করে মোহামেডান। ওয়ালি ফয়সালের হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। ইসমাইল বাঙ্গুরা ঠাণ্ডা মাথায় গোল করে ব্যবধান কমান(১-২)। গোলের পর রেফারি ম্যাচের ইতি টানেন। প্রথম পর্বেও মোহামেডানের বিপক্ষে জয় পেয়েছিল শেখ রাসেল।
শিরোনাম
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
- মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- ব্যবসা-বিনিয়োগে লাল বাতি
- একটি বন্য ছাগলের আত্মকথা
- ঢাকার বাতাসে মাঝারি দূষণ, কলকাতার অবস্থা ‘খুব অস্বাস্থ্যকর’
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- মুমিনের বিপদ-আপদ পাপমোচনে সহায়ক
- কষ্টার্জিত জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
বড় বাধা টপকালো শেখ রাসেল
শেখ রাসেল ২ : ১ মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
৫ ঘণ্টা আগে | জাতীয়
প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পেল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
৬ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার