তিন বিদেশি ফুটবলার বাঙ্গুরা, ইউসুফ সামাদ ও কিংসলকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে। ফরমও পূরণ করান হয়েছিল তাদেরকে দিয়ে। কিন্তু সেই আবেদন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়নি। তিন বিদেশির নাগরিকত্ব নিয়ে অনেকে ক্ষোভ জানালেও ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এ সবে কর্ণপাত না করে বিদেশিদের পক্ষ নিয়েছিলেন। বলেছিলেন, এখানে কোনো সমস্যা দেখছি না। ওরা খেললে জাতীয় দলের শক্তি বাড়বে। তাছাড়া অন্যান্য দেশও বিদেশি ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে থাকে লাভের চিন্তা করে। বিতর্কের পরও সালাউদ্দিন যে শক্ত অবস্থানে ছিলেন তাতে মনে হচ্ছিল তিন বিদেশিকে নাগরিকত্ব দিয়েই ছাড়বেন। না, হঠাৎ করে বাফুফে পিছুটান নিয়েছে। আপাতত তারা তিন বিদেশির নাগরিকত্ব দেওয়ার চিন্তাভাবনা বাদ দিয়েছেন। কথা হচ্ছে ফরম পূরণের পরও পিছিয়ে গেল কেন? বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনের বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে তা টের পেয়েছিলেন সভাপতি। তাছাড়া নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য চাচ্ছিলেন না কোনো অবস্থায় বিদেশিদের নাগরিকত্ব দেওয়া হোক। সবচেয়ে বড় বিষয় ছিল নাগরিকত্ব দেওয়াটা স্পর্শকাতর ইস্যু। বিষয়টি নিয়ে সভাপতি নির্বাহী কমিটির কোনো সভায় ডাকেননি। গঠনতন্ত্রে আছে যে কোনো বিষয়ে নির্বাহী কমিটির অনুমতি লাগে। সেক্ষেত্রে অনুমতি ছাড়া সালাউদ্দিন এককভাবে এত বড় সিদ্ধান্ত নেন কীভাবে? প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছিল বাফুফের ভিতর। জানা গেছে বিদেশিদের নাগরিকত্ব দেওয়া হলেই নির্বাহী কমিটির অনেকে একযোগে পদত্যাগও করতেন। শুধু তাই নয়, জাতীয় দলের ফুটবলাররা এ ব্যাপারে মুখ না খুললেও ভিতরে ভিতরে তারা দারুণ ক্ষুব্ধ ছিলেন। কেউ কেউ ক্ষোভে জাতীয় দল থেকে অবসর নেওয়ার চিন্তাভাবনা করছিলেন। জাতীয় দলের সাবেক ফুটবলারদের পক্ষ থেকে স্টেডিয়াম এলাকায় মানববন্ধনের কর্মসূচি দেওয়া চিন্তাভাবনা চলছিল। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে চলাকালে যারা স্বাধীন বাংলা দলে অংশ নিয়েছিলেন তারাও বিদেশিদের নাগরিকত্ব নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। স্বাধীন বাংলা ও জাতীয় দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু বলেছিলেন, যদি বিদেশি ফুটবলারদের নাগরিকত্ব দেওয়া হয় তাহলে আমরা বসে থাকব না। পিন্টু বিষয়টি স্বীকার না করলেও স্বাধীন বাংলা দলের আরেক ফুটবলার জানালেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে নাগরিকত্ব ঠেকাতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিলাম। এখন সে প্রক্রিয়া বাতিল হওয়াতে আমরা সন্তুষ্ট। অর্থাৎ বিদেশিদের নাগকিরত্ব নিয়ে নিজের ফেডারেশন ও বাইরে ক্ষোভের আগুন জ্বলছিল তা সালাউদ্দিন টের পেয়েছিলেন। এত কিছু সামাল দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না বলে তিন বিদেশির নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াটা বাতিল করেছেন।
শিরোনাম
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
- মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- ব্যবসা-বিনিয়োগে লাল বাতি
- একটি বন্য ছাগলের আত্মকথা
- ঢাকার বাতাসে মাঝারি দূষণ, কলকাতার অবস্থা ‘খুব অস্বাস্থ্যকর’
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- মুমিনের বিপদ-আপদ পাপমোচনে সহায়ক
- কষ্টার্জিত জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
যে কারণে সালাউদ্দিনের পিছুটান
তিন বিদেশির নাগরিকত্ব
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
৫ ঘণ্টা আগে | জাতীয়
প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পেল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
৬ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার