পাকিস্তান, ভারতের পর বাংলাদেশ সফরে এখন দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই দলকে টাইগাররা সহজে কাবু করতে পারলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে সেটা সহজেই হবে না, তা টি-২০ ম্যাচে বোঝা গেছে। এখন প্রশ্ন চলে আসে তাহলে বাংলাদেশ সিরিজ হারলে র্যাঙ্কিংয়ে কোন অবস্থায় থাকবে আর সিরিজ জিতলে কোন অবস্থায় থাকবে। তাছাড়া বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবে তো।
বর্তমানে আইসিসির র্যাঙ্কিংয়ে যে অবস্থা তাতে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। ৬ষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৯৮। ৮৮ রেটিং পয়েন্ট বেশি নিয়ে অষ্টম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ আর ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৯, সেক্ষেত্রে ইংল্যান্ডকে টকপে বাংলাদেশ চলে যাবে ছয়ে। আর সিরিজটি ২-১ ব্যবধানে হারলে বাংলাদেশের পয়েন্ট থাকবে অপরিবর্তিত থাকবে। তবে সেক্ষেত্রে র্যাংকিংয়ে পিছিয়ে পড়ার আশঙ্কা আছে।
শনিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। বর্তমানে শ্রীলঙ্কার যা অবস্থা তাতে ঐ সিরিজে পাকিস্তান সবকটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৯৪। সেক্ষেত্রে বাংলাদেশ যদি ২-১ সিরিজ হারে তবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়বে পাকিস্তানের চেয়ে। তখন ওয়েস্টইন্ডিস ও পাকিস্তানকে নিয়ে জিম্বাবুয়ে সফরের ওপর নির্ভর করবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলার স্বপ্ন!
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৫/মাহবুব