টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা উইম্বলডনের সেমিফাইনালে মুখোমুখি দুই শীর্ষ বাছাই সুইস তারকা রজার ফেদেরার ও ইংল্যান্ডের ঘরের ছেলে অ্যান্ডি মারে।
আগমীকাল শুক্রবার পুরুষ এককের শেষ চারের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এরআগে, সেমিফাইনালে উঠার লড়াইয়ে বুধবার অল ইংল্যান্ড ক্লাবে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফ্রান্সের গিলেস সিমনকে ৬-৩, ৭-৫, ৬-২ গেমে হারান ফেদেরার।
অন্যদিকে, কানাডিয়ান টেনিস খেলোয়াড় ভাসেক পসপিসিলকে ৬-৪, ৭-৫, ৬-৪ হারিয়ে সেমিতে উঠেন মারে।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৫/মাহবুব