কোপা আমেরিকার ৪৪তম আসরে কলম্বিয়ার বিপক্ষে হেরে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে চার ম্যাচ নিষিদ্ধ হন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পরবর্তীতে নেইমারবিহীন ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েন ব্রাজিল অধিনায়ক।
বর্তমানে ব্রাজিলে অবস্থানরত নেইমার এইসব দুঃখ ও হতাশা থেকে মুক্তি পেতে সম্প্রতি একটি নাইট পার্টির আয়োজন করেন। সেই পার্টির একটি ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। যেখানে মদ্যপ অবস্থায় বার্সালোনা তারকাকে মাতলামি করতে দেখা যাচ্ছে।
ফুটেজটিতে দেখা যায়, নেইমার তার বন্ধুদের নিয়ে সারারাত পার্টিতে মজেছেন। যেখানে তার সাবেক ক্লাব সান্তোসের সতীর্থরাও ছিলেন। সেখানে আরও দেখা যায়, বার্সার হয়ে ট্রেবল জয়ী তারকা মাতাল অবস্থায় এদিক-ওদিক করছেন। অতিথিদের সঙ্গে কথা বলছেন, নিজের পরিধেয় টাই নিয়ে খেলছেন। ভিডিওটি দেখতে চাইলে নিচে ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=Ra8UFkkAgaA
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৫/মাহবুব