টানা ১১ বছর ধরে সেরেনা উইলিয়ামসের কাছে পরাজিত হচ্ছেন রুশ কন্যা মারিয়া শারাপোভা। উইম্বলডনের সেমিফাইনালের আগে সেই ধারায় একটা ছেদ টানতে চেয়েছিলেন তিনি। কিন্তু পারলেন না। গতকাল মারিয়া শারাপোভাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করেছেন মেয়েদের এককের শীর্ষ বাছাই উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। উইম্বলডনের ফাইনালে তিনি স্পেনের মুগুরুজার মুখোমুখি হবেন।