বাংলাদেশের হয়ে মাঠে নামলেই এখন কোনো না কোনো রেকর্ড নিজের করে নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ আরও একটি রেকর্ড নিজের নামের পাশে লেখাতে পারেন সাকিব। ভারতের বিপক্ষে রেকর্ডটি উঁকি দিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে উঠেনি।
শুক্রবার বিকেল ৩টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তাই রেকর্ডটি আজই হতে যেতে পারে সাকিবের। তবে সাকিবের আগে রেকর্ড স্পর্শ করার সুযোগ আছে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজারও। ওয়ানডে ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা এখন ১৯৮, আর মাশরাফির ১৯৭। তাই বলা যায় একটা লড়াই চলবে এই দু’জনের মধ্যেও। আর সেই লড়াইয়ে যেই জিতুক না কেন, উপকৃত হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এর আগে মাত্র একজন বাংলাদেশি বোলারই কেবল এই মাইলফলকে পৌঁছাতে পেরেছেন। তিনি হলেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ১৫৩ ওয়ানডেতে রাজ্জাকের উইকেট সংখ্যা হল ২০৭।
মজার ব্যাপার হল, উইকেটের দিক থেকে সাকিব যেমন মাশরাফির থেকে ‘এক’ এগিয়ে, তেমনি ম্যাচ খেলার দিক থেকেও তার এই এগিয়ে থাকার সংখ্যা হল ‘এক। সাকিব ও মাশরাফি যথাক্রমে ১৫৩ ও ১৫২ টি করে ওয়ানডে ম্যাচ খেলেছেন।
২০০ উইকেট পাওয়ার কীর্তি কে আগে গড়বেন সেটা বলা যাচ্ছে না, তবে একটা ব্যাপার নিশ্চিত যে দু’জনের জন্যই এক যোগে প্রার্থণা করবে গোটা বাংলাদেশ!
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৫/মাহবুব