টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উইম্বলডন প্রতিযোগিতার সেমিফাইনালে সাবেক নাম্বর ওয়ান রুশ সুন্দরী মারিয়া শারাপোভাকে হারিয়ে ফাইনালে উঠেছেন বর্তমান নাম্বর ওয়ান সেরেনা উইলিয়ামস।
লন্ডনের সেন্টার কোর্টে অনুষ্ঠিত ম্যাচে সেরেনার বিপক্ষে সুবিধা করতে পারেননি শারাপোভা। ঘণ্টাব্যাপী স্থায়ী এই ম্যাচে রুশ তারকাকে ৬-২, ৬-৪ গেমে পরাজিত করেন সেরেনা। ২০০৪ সালের পর শারাপোভার সঙ্গে সব মিলে ১৭ বার মুখোমুখি হয়েছেন সেরেনা। তাতে একবারও হারের মুখ দেখেননি যুক্তরাষ্ট্রের এই তারকা।
এর আগে ৫ বার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছেন সেরেনা। এবার ষষ্ঠ ট্রফি জয়ের পথে এগিয়ে যাচ্ছেন তিনি। এখন অবধি ২৫টি গ্ল্যান্ডস্লাম প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন এই মার্কিন টেনিস তারকা।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৫/মাহবুব