সেরেনা উইলিয়ামসের সামনে পড়লেই যেন খেই হারিয়ে ফেলেন রাশান সুন্দরী মারিয়া শারাপোভা। উইম্বলডনের সেমিফাইনালেও এর ব্যতিক্রম হলো না। এই রুশ তারকাকে উড়িয়ে দিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন নারী টেনিসের বর্তমান নাম্বার ওয়ান সেরেনা।
বৃহস্পতিবারের সেমিফাইনালে সেরেনার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি শারাপোভা। সরাসরি ৬-২, ৬-৪ গেমে হারেন চতুর্থ বাছাই এই খেলোয়াড়। এ নিয়ে টানা ১৭ বার সেরেনার কাছে হারলেন শারাপোভা।
দিনের অপর সেমিফাইনালে আগ্নিয়েস্কা রাদভান্সকাকে ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন গারবিন মুগুরুজা। ২১ বছর বয়সী মুগুরুজা এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন।
শিরোপার লড়াইয়ে আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হবেন সেরেনা-মুগুরুজা।
বিডি-প্রতিদিন/১০ জুলাই ২০১৫/ এস আহমেদ