টানা বৃষ্টিতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটির খেলা নির্ধারিত সময়ে গড়ানো নিয়ে সংশয় রয়েছে। এমনকি ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ৩ ম্যাচের প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা বেলা ৩টায়।
টানা ২ দিনের বৃষ্টিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড-উইকেটের অবস্থা খুবই নাজুক। বৃষ্টির কারণে দুইদিন ধরে ঢাকা রয়েছে উইকেট এবং আউটফিল্ডের কিছু অংশ।
শুক্রবার সকালে মেঘের ফাঁক দিয়ে সূর্য উঁকি দেয়। কিন্তু সকাল ১১টা থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। এখন বৃষ্টির তেজ কমলেও বন্ধ হয়নি। তাই ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে ২ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে।
বিডি-প্রতিদিন/১০ জুলাই ২০১৫/ এস আহমেদ