ক্যারিবিয়ান ক্রিকেট লিগ সিপিএলে বোলারদের ওপর এক প্রকার তাণ্ডব চালিয়েছেন ওয়েস্ট ইন্ডিসের মারকুটে ওপেনার ক্রিস গেইল। ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিলে বিরুদ্ধে ৯টি ছক্কা ও ৬টি চারে ৫৭ বলে ১০৫ রানের ঝোড়ো ইনিংস খেললেন এই দানবীয় ব্যাটসম্যান। আর এই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ৫০ রানে জয় পায় জ্যামাইকা তালওয়াশ।
বৃহস্পতিবার রাতে কিংসটনের সাবিনা পার্কে টস হেরে ব্যাট করতে নামে গেইলের দল জ্যামাইকা। শুরু থেকেই রেড স্টিলের বোলারদের ওপর তাণ্ডব চালান গেইল। মাত্র ২৩ বলে ফিফটি পূরণ করেন এই বাঁহাতি। আর সেঞ্চুরি তুলে নেন মাত্র ৫৪ বলে।
ইনিংসের ১৯তম ওভারে আউট হওয়ার আগে ৫৭ বলে ১০৫ রানের একটি মূল্যবান ইনিংসটি খেলেন গেইল। আর দল পায় ৬ উইকেটে ১৮০ রানের বড় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রানের বেশি করতে পারেনি রেড স্টিল। সর্বোচ্চ ৪৬ রান করেন জ্যাক ক্যালিস।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৫/মাহবুব