বাংলাদেশের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচেই হ্যাটট্রিক করলেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কাগিসো রাবাদা। নিজের প্রথম স্পেলের দ্বিতীয় ওভারের শেষ তিন বলে তামিম, লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করেন তিনি। লক্ষণীয়, টাইগারদের প্রথম সারির এই তিন ব্যাটসম্যানের প্রত্যেকেই শূন্য রান করে সাজঘরে ফিরেন। আর বাংলাদেশ তাদের দলীয় ১৭ রানেই তিনটি উইকেট হারায়।
অাজকের ম্যাচে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন স্পিনার জুবায়ের হোসেন। টাইগারদের একাদশ থেকে বাদ পড়েছেন আরাফাত সানি এবং আনামুল হক বিজয়ও। অার দক্ষিণ আফ্রিকার একাদশেও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। অাজকের একাদশ থেকে বাদ পড়েছেন পারনেল, মরকেল ও ম্যাকলারেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শেষ খবর পর্যন্ত ৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৪ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার।
এদিকে, বৃষ্টির কারণে আজকের ম্যাচের প্রতিটি ইনিংস নির্ধারিত ৫০ ওভার থেকে কমিয়ে ৪০ ওভার নির্ধারণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ জুলাই ২০১৫/শরীফ