বাংলাদেশের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কাগিসো রাবাদা। নিজের প্রথম স্পেলের দ্বিতীয় ওভারের শেষ তিন বলে তামিম, লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করেন তিনি। এরপর নিজের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ফের আঘাত হানেন রাবাদা। এবার সাজধরে ফেরান ওপেনার সৌম্য সরকারকে। লক্ষণীয়, সৌম্য ছাড়া টাইগারদের প্রথম সারির এই তিন ব্যাটসম্যানের প্রত্যেকেই শূন্য রান করে সাজঘরে ফিরেন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ অাফ্রিকার হয়ে আজ অভিষেক হয়েছে ডান হাতি ফাস্ট বোলার রাবাদার। আর অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে রেকর্ড বুকে ঢুকে গেলেন ২০ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিককারী দ্বিতীয় বোলার হলেন রাবাদা। এর আগে বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। অভিষেকে এই কৃতিত্ব অর্জনকারী প্রথম বোলার তাইজুল।
এদিকে, জুন মাসে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে তিন ম্যাচ একদিনের সিরিজে বাংলাদেশের সিরিজ জয়ের পিছনে প্রধান ভূমিকা রেখেছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পেসার মুস্তাফিজের। আর অভিষেকের প্রথম দুই ম্যাচের প্রতিটিতেই ৫টি করে উইকেট নিয়েছেন রেকর্ড বুকে ঢুকে গিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, অভিষেকের প্রথম তিন ম্যাচেই সর্বাধিক উইকেট [১৩ উইকেট] লাভকারী হিসেবে রেকর্ড বুকে ঢুকেছেন মুস্তাফিজ।
বাংলাদেশের বিপক্ষে মিরপুরে চলমান প্রথম একদিনের ম্যাচে টাইগারদের প্রথম সারির চারটি উইকেটই নিয়েছেন প্রোটিয়া পেসার রাবাদা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে প্রোটিয়াদের 'মুস্তাফিজ' হিসেবে আবির্ভূত হয়েছেন ২০ বছর ৪৬ দিন বয়সী তরুণ এই পেসার। শেষ খবর পর্যন্ত ৫ ওভারে ১৪ রান দিয়ে টাইগারদের চারটি উইকেট নিয়েছেন রাবাদা।
উল্লেখ্য, ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন রাবাদা। প্রোটিয়াদের হয়ে টি-২০ ক্রিকেটে ২০১৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় তার।
বিডি-প্রতিদিন/১০ জুলাই ২০১৫/শরীফ