বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত দিবারাত্রির ম্যাচে ৮ উইকেট জয় পেয়েছে সফরকারীরা। ৪০ ওভারের (বৃষ্টির কারণে ১০ ওভার কমানো হয়েছে) এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করেছে বাংলাদেশ।
ব্যাটিং ব্যর্থতায় ৩৬.৩ ওভারে ১৬০ রানে অলআউট হয়েছে মাশরাফিবাহিনী। জবাবে ৮.৫ ওভার (৫৩ বল) বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকানরা। এ জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে হাশিম আমলার দল।