মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগে শীর্ষস্থান ধরে রেখেছে শেখ জামাল। জাতীয় দলের ৯ খেলোয়াড় ও বিদেশিদের নিয়ে একের পর এক জয় নিয়ে এগিয়ে যাচ্ছে তারা। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী প্রতিদ্বন্দ্বীর চেয়ে শক্তি ও সামর্থ্যসহ সব দিক দিয়ে পিছিয়ে। তবু ম্যাচের আগের দিন প্রতিরোধ গড়ার প্রত্যয় করেছিলেন স্বাগতিক আবাহনীর কোচ নজরুল ইসলাম লেদু। কিন্তু তার ওই আশ্বাস কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল ম্যাচে। অনেকটা হেসে-খেলেই ৫-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হলুদ জার্সিধারী শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর ওপর প্রভাব বিস্তার করতে থাকে শেখ জামাল। ম্যাচের ৯ মিনিটে জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামের দুর্দান্ত ক্রস থেকে শেখ জামালকে এগিয়ে নিয়ে যান ইয়ামিন আহমেদ। ১২ মিনিটে চট্টগ্রাম আবাহনীর ওমর শরিফ সহজ সুযোগ মিসের সঙ্গে সঙ্গে আবাহনীর সমতা ফেরার সুযোগও নষ্ট হয়। এরপর আর ফিরে তাকাতে হয়নি অতিথি শেখ জামালকে। মামুন, ডালিংটন, ওয়াটসনের একের পর এক আক্রমণে দিশাহারা হতে থাকে আবাহনীর রক্ষণ শিবিরের। ১৭ মিনিটে লিংকনের ক্রস থেকে হেডের মাধ্যমে গোল করে লিড দ্বিগুণ করেন ডালিংটন। কয়েক মিনিট পরই আবাহনীর গোলরক্ষক নাহিদ দুর্দান্ত সেভ করে গোল বঞ্চিত করেন শেখ জামালকে। ম্যাচের ৪০ মিনিটে আরেক দফা এগিয়ে যায় শেখ জামাল। এবার ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হন ওয়াটসন। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় নিজের ম্যাচের দ্বিতীয় ও দলের হয়ে ৪র্থ গোল করেন ওয়াটসন। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে শেখ জামালের সঙ্গে ব্যবধান কমান আবাহনীর বদলি খেলোয়াড় হানিফ। অতিরিক্ত সময়ে আবাহনীর রক্ষণ শিবিরে আবার হানা দেয় শেখ জামাল। এবার নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন ডালিংটন।