কনকাকাফ গোল্ডকাপে ছয়বারের চ্যাম্পিয়ন মেক্সিকাে টুর্নামেন্টে দুরন্ত সূচনা করেছে। গতকাল মেঙ্কিানরা ৬-০ গোলে হারিয়েছে কিউবাকে। দলের পক্ষে হ্যাটট্রিক করেছেন অরিবে পেরালটা। তিনি ১৬, ৩৬ ও ৬১ মিনিটে গোল করেন। এ ছাড়াও একটি করে গোল করেন ভেলা, গুয়ার্দাদো এবং সান্তোস। এ জয়ে গোল্ডকাপের কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল মেঙ্কিানরা। গতকাল গোল্ডকাপে জয় পেয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোও। তারা ৩-১ গোলে হারিয়েছে গুয়াতেমালাকে। আর এক ম্যাচ জিতলেই শেষ আট নিশ্চিত হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর।