ঐতিহাসিক পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের কার্ডিফে চলমান প্রথম টেস্টে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ৪১২ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচের আরো দু'দিন বাকি আছে। শেষ দু’দিনে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে হবে সফরকারীদের।
ইংল্যান্ডের কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে প্রথম ইনিংসে জো রুটের সেঞ্চুরিতে ৪৩০ রান করে ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা অলআউট হয় মাত্র ২৮৯ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪টি উইকেট নিয়েছেন নাথান লায়ন।
এদিকে, স্বাগতিকদের বোলিং তোপে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে তুলে ৩০৮ রান। সর্বোচ্চ ৯৫ রান করেন ক্রিস রজার্স। আর ইনিংসে ৩টি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ফলে দ্বিতীয় ইনিংসে টেস্টে জয়ের জন্য অজিদের টার্গেট দাঁড়ায় ৪১২ রান। চতুর্থ ও শেষদিনে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করতে হবে ক্লার্কদের।
বিডি-প্রতিদিন/১১ জুলাই ২০১৫/শরীফ