গতবারের মতো এবারও উইম্বলডনের পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন বিশ্বের শীর্ষ দুই তারকা নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। বিশ্বের দুই নম্বর তারকা সুইস লেজেন্ড ফেদেরার তিন নম্বর তারকা ব্রিটেনের অ্যান্ডি মারেকে হারিয়ে ফাইনালে উঠেন। সেমিফাইনালে মারেকে ৭-৫,৭-৫,৬-৪ গেমে পরাজিত করেন ফেদেরার। এ নিয়ে দশমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠছেন সুইস এ তারকা। এখন পর্যন্ত সাতবার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার। তাই অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের। আর সার্বিয়ান তারকা জোকোভিচ টুর্নামেন্টের ২১তম বাছাই ফরাসি রিচার্ড গাসকেটকে ৭-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে চতুর্থবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেন। জোকোভিচ এ পর্যন্ত দুইবার উইম্বলডন শিরোপা জিতেছেন। তাই টুর্নামেন্টের তৃতীয় শিরোপা ও ক্যারিয়ারের নবম গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে আগামীকাল রবিবার ফেদেরারের মুখোমুখি হবেন বিশ্বের এই নাম্বার ওয়ান তারকা। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/১১ জুলাই ২০১৫/শরীফ