ইংল্যান্ডে চলছে টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট উইম্বলডন। খেলা উপভোগ করতে প্রায় গ্যালরিতে বিভিন্ন তারকাদের দেখা মেলে। এবার সে তালিকায় যুক্ত হলো ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও তার স্ত্রী অঞ্জলি। শুধু তাই বর্তমানে ভারতীয় ক্রিকেট দলে যাকে শচীনের উত্তরসূচি মনে করা হয় সেই বিরাট কোহলিও হাজির। তবে তিনি একা নন, বরাবরে মতো সঙ্গে আছেন বান্ধবী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তারা গ্যালারিতে বসে পুরুষ একক সেমিফাইনালের ম্যাচগুলো উপভোগ করেছেন।
উইম্বলডন অফিসিয়ালি নিজেদের টুইটারে শচীন ও বিরাট খেলা উপভোগ করছেন এমন একটি ছবি দিয়েছে। টুইটার ক্যাপশনে এ দুই তারকাকে স্বাগতম জানানো হয়। ছবিটিতে শচীনের পাশে তার স্ত্রী অঞ্জলি। আর বিরাটের পাশে ছিলেন তার বান্ধবী আনুশকা শর্মা।
সেন্টার কোর্টের খেলায় প্রথম সেমফাইনালে রিচার্ড গ্যাসকুয়েটকে হারিয়ে ফাইনালে নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ। অন্য সেমিফাইনালে ইংলান্ডের অ্যান্ডি মারেকে হারিয়ে শিরোপার খুব কাছাকাছি সাবেক নাম্বর ওয়ান রজার ফেদেরার।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৫/মাহবুব