দুই ম্যাচ টি-২০ সিরিজে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবারও বড় ব্যবধানে হার মাশরাফিদের। তারপরও বাংলাদেশ দলকে সমীহ করছে প্রোটিয়ারা। এর কারণ হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড ভাবিয়ে তুলছে সফরকারীদের।
প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে থাকলেও শনিবার মিরপুরে ঘাম ঝরিয়েছে সফরকারীরা। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করেন তারা। এ সময়ে আমলা-মিলার-ডুমিনিরা জিম, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোনটিই বাদ দেননি।
কারণ একটাই, মাশরাফি-সাকিবরা এখন আর আগের মতো নেই, যেকোনো সময় তারা ঘুরে দাঁড়াতে পারে, সেই ভয় কাজ করছে প্রোটিয়া শিবিরে। শনিবার মিরপুরে অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন দলটির মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার।
ডেভিড মিলার বলেন, ‘তারা (বাংলাদেশ) ছেড়ে কথা বলবে না। লড়াই করবে। ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খুব ভালো করেছে। দ্বিতীয় ওয়ানডে জয়ে ফিরতে তারা আমাদের ওপর চড়াও হয়ে খেলতে চাইবে। আমাদের যেকোনো পরিকল্পনা ভেস্তে দিতে চাইবে। আমরা জানি, এটা আমাদের জন্যে কঠিন চ্যালেঞ্জ এবং আশা করছি আমরা আমাদের সেরাটা দিতে পারব।’
বিডি-প্রতিদিন/১১ জুলাই, ২০১৫/মাহবুব