এ যেন ঘুমন্ত সিংহকে খোঁচা মেরে জাগিয়ে দেওয়া! কামারার পাস থেকে এনামুলের ওই গোলটাই কাল হয়ে দাঁড়াল মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের। অধিনায়ক এনামুলের গোলের পর যে উৎসবে মেতেছিল অলরেডরা মিনিট কয়েক পর সেই উৎসব পরিণত হলো উদ্বেগ-উৎকণ্ঠায়। শেখ রাসেল গা ঝাড়া দিয়ে যখন ময়দানি লড়াইয়ে মনোযোগী হলো, মুক্তিযোদ্ধার রক্ষণভাগের সবগুলো ফাটল উন্মুুত হয়ে গেল মুহূর্তেই। নির্ধারিত নব্বই মিনিট শেষ হওয়ার পর ০-১ স্কোর লাইনটা শেখ রাসেলের পক্ষে ৫-১ দাঁড়িয়ে গেল। জাহিদ-পল-রুম্মনদের ফুটবলীয় তাণ্ডবে গুঁড়িয়ে গেল মুক্তিযোদ্ধা।
আক্ষরিক অর্থেই একটা অসাধারণ ম্যাচ। লম্বা পাসের প্রদর্শনীও বলা যায়। মাঝ মাঠ থেকে কখনো হেমন্ত কখনো পল এমিলির বাড়িয়ে দেওয়ার বল নিয়ে জাহিদ হাসান যখন মুক্তিযোদ্ধার ডি-বক্সে প্রবেশ করছিলেন বীরদর্পে দৃশ্যটা ছিল সত্যিই দেখার মতো। তবে শেখ রাসেল-মুক্তিযোদ্ধা ম্যাচের ৫৬ মিনিটের আগে কিংবা পরে এমন মুহূর্ত ফুটবলভক্তরা কমই দেখেছেন। শেখ রাসেলের সাত নম্বর জার্সিধারী জাহিদ হাসান মাঝমাঠ থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে আক্রমণে যান। মুক্তিযোদ্ধার ডিফেন্স লাইনে ত্রাস তৈরি করেন মুহূর্তেই। ড্রিবলিংয়ে অসাধারণ নিয়ন্ত্রণ আর কৌশলী ফুটবলে তৈরি করেন ম্যাজিক্যাল মোমেন্টামের। লালবাহিনীর পাঁচজন সদস্যকে পরাস্ত করে তিতুমীরের ‘কেল্লা ফতেহ’ করেন জাহিদ। লিগের ইতিহাসেরই এক সেরা গোলের মালিক হলেন জাহিদ। অন্তত চলতি মৌসুমের তো বটেই! তবে এমন অসাধারণ গোলের পরও জাহিদ বলছেন, ‘আমার সেরা খেলাটা এখনো খেলতে পারিনি। প্রতি ম্যাচেই এমন দারুণ কিছু করতে চাই।’ জাহিদের গতকালের পারফরম্যান্স এক উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে! ৫৬ মিনিটের আগেই অবশ্য ম্যাচটার বাগডোর তুলে নেয় শেখ রাসেল। গতকাল মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের লড়াইয়ে ৮ মিনিটে এনামুলের গোলে পিছিয়ে পড়ার পর ঠিক কয়েক মিনিটের মধ্যেই জাহিদ পেনাল্টি আদায় করেন। ডি বক্সের ভিতরে তাকে ফাউল করেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক তিতুমির। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এমিলি। তার মাটিঘেঁষা শট বাম প্রান্তের গোলপোস্টের বেশ খানিকটা বাইরে দিয়ে বেরিয়ে যায়। ম্যাচের ১৭ মিনিটে জাহিদকে আবারও ডি বক্সের ভিতরে ফাউল করেন তিতুমির। এবার শট নিতে আসেন ক্যামেরুনের মিডফিল্ডার ইকাঙ্গা। তার জোরালো শট ফেরাতে ব্যর্থ হন তিতুমির। ইকাঙ্গার গোলে সমতায় ফেরার পর যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে শেখ রাসেল। ২২ মিনিটে পল এমিলির ম্যাজিক্যাল ফুটবল এগিয়ে দেয় শেখ রাসেলকে। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে ড্রিবলিং করে ডান প্রান্ত থেকে আক্রমণ করে সেকেন্ড বারে গোল করেন তিনি। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে শেখ রাসেল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ক্ষুধার্ত শার্দুলের মতো ঝাঁপিয়ে পরে লিগের টপ ফেবারিট শেখ রাসেল। ৫৬ মিনিটে জাহিদ হাসানের ম্যাজিক্যাল গোলের পর ৬১ মিনিটে অসাধারণ এক গোল করেন পল এমিলি। ম্যাচে এটা ছিল তার দ্বিতীয় গোল। ডান প্রান্ত থেকে জাহিদের ক্রসে জোরালো শটে গোল করেন পল এমিলি। ৭৫ মিনিটে জাহিদ হোসেন এমিলির বদলি নামেন শেখ রাসেলের ১৭ নম্বর জার্সিধারী রুম্মন হোসেন। এর ঠিক ১০ মিনিট পর এক দুর্দান্ত গোল করেন রুম্মন। শেখ রাসেল এগিয়ে যায় ৫-১ গোলে। বাকি সময়টুকুতে বেশ কয়েকটা গোলের সুযোগ পেয়েও মিস করেন জাহিদ-রুম্মন-পলরা। এই কারণেই হয়তো কোচ মারুফুল হক ম্যাচ শেষে বলে দিলেন, ‘আমাদের যোগ্যতা এর চেয়ে অনেক বেশি কিছু করার।’ আর প্রতিপক্ষের দিকে স্পষ্ট হুমকি দিয়ে রাখলেন, এবারের লিগ শিরোপাটা ঘরে তুলবে শেখ রাসেলই! এক নিষ্ঠুর প্রতিশোধই নিল শেখ রাসেল। প্রথম লেগে এই মুক্তিযোদ্ধার কাছেই ২-১ গোলে হেরেছিল তারা। এ জয়ে মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল শেখ রাসেল। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী ৩-১ গোলে টিম বিজেএমসিকে পরাজিত করে।
১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে শেখ জামাল।
শিরোনাম
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে শ্রীঘরে প্রেমিক
- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ছয় জনের প্রার্থীতা বাতিল
- খালেদা জিয়ার আগমন উপলক্ষে কর্মসূচি, নেতাকর্মীদের যে জরুরি বার্তা দিলেন ফখরুল
- খালেদা জিয়ার দেশে ফেরার দিন ডিএমপির বিশেষ নির্দেশনা
- মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার ৬ষ্ঠ দিন সাক্ষ্য গ্রহণ
- ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার
- হবিগঞ্জে আধিপত্য নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- স্ত্রী-সন্তানসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- খুলনায় তারুণ্যের সমাবেশ ঘিরে ঝালকাঠিতে যুবদলের প্রস্তুতি সভা
- লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
- প্রভসিমরানের মাঝে ধোনির ছায়া খুঁজে পাচ্ছেন ম্যাথু হেইডেন!
- শাপলা চত্বরে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন
- জামিনে মুক্তির পর জেল গেট থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- বগুড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে শুভসংঘের মানববন্ধন
- বগুড়ায় দুই ঘণ্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
- বাফুফের সঙ্গে চুক্তিতে ফিরলেন বিদ্রোহী নারী ফুটবলাররা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
- ভোলায় আবারও চলছে বাস ধর্মঘট, ভোগান্তি চরমে
- বিসিবির সাবেক পরিচালক মল্লিকের বিরুদ্ধে দুদকের মামলা
- সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের
শেখ রাসেলের গোল উৎসব
শেখ রাসেল ৫ : ১ মুক্তিযোদ্ধা
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর