মোহাম্মদ হাফিজের অলরাউন্ড নৈপুণ্য প্রথম ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। গতকাল ডাম্বুডায় অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান ৬ উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে। ২০১৭ সালে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য পাকিস্তানের কাছে এ সিরিজের গুরুত্ব অনেক। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় করেছে। ওয়ানডেও নৈপুণ্যের স্বাক্ষর রাখছে। টসে জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠায় পাকিস্তান। অধিনায়ক আজহার আলির সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ মিলে শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়ে। সাঙ্গাকারা ও জয়বর্ধনে ছাড়া লঙ্কানরা কতটা অসহায় তা টের পাওয়া গেছে। পুরো ৫০ ওভারে খেলে ৮ উইকেটে শ্রীলঙ্কা ২৫৫ রান সংগ্রহ করে। চন্ডিমাল ৬৮ বলে সর্বোচ্চ ৬৫, ম্যাথিউস ৩৮, দিলশান ৩৮, পেরেরা উল্লেখ করার মতো ২৬ রান তোলেন। হাফিজ চমৎকার বল করে ৪১ রানে ৪ উইকেট দখল করেন। রাহাত আলি ৪৪ রানে পান ২ উইকেট। বোলিংয়ের পর ব্যাটিংয়ে ঝলসে ওঠেন হাফিজ। ৬৫ রানের মাথায় দুই ওয়েনার আজহার ও শেহজাদ আউট হয়ে গেলেও হাফিজের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তান জয় নিশ্চিত হয়। ৯৫ বল খেলে হাফিজ ১০৩ রানে আউট হন। শোয়েব মালিক ৫৫ রানে অপরাজিত ছিল। ৪৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৯ রান তুলে পাকিস্তান জিতে যায়।
পেয়ে সিরিজে এগিয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৫৫/৮। পাকিস্তান : ৪২.২ ওভারে ২৫৯/৪।