অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন। তিনটা গ্র্যান্ডস্লাম আগেই জিতেছিলেন। এবার জিতলেন অধরা উইম্বলডনও। এ বছর উইম্বলডনে মহিলাদের ডবলস ফাইনালে জয় পেলেন ভারতীয় সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি। রাশিয়ান জুটি একাতেরিনা মাকারোভা ও এলেনা ভ্যাসনিনার বিরুদ্ধে প্রথম সেটে পরাজিত হয়ে এবং দ্বিতীয় সেটে দুই-পাঁচ গেমে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস এক জয় ছিনিয়ে নিলেন শীর্ষ বাছাই এই জুটি। ১৯৯৮ সালের পর ফের উইম্বলডন ট্রফি জিতলেন সুইস টেনিস তারকা হিংগিস। সেই সঙ্গে প্রথম ভারতীয় নারী হিসেবে ঐতিহ্যের উইম্বলডন জেতার কৃতিত্ব অর্জন করলেন হায়দরাবাদের টেনিস সুন্দরী সানিয়া।
এর আগে ১৯৯৬ সালে হেলেনা সুকোভা এবং ১৯৯৮ সালে ইয়ানা নোভোতনার সঙ্গে মহিলাদের ডবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন হিঙ্গিস। আর এবারই প্রথম সানিয়া মির্জা কোন গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন।
বিডি-প্রতিদিন/১২ জুলাই ২০১৫/শরীফ