দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান তিন ম্যাচ একদিনের ক্রিকেট সিরিজে সমতা আনতে আজ জিততেই হবে স্বাগতিক বাংলাদেশকে। প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় পরাজয় দলে পরিবর্তন আনতে বাধ্য করতে পারে সংশ্লিষ্টদের। আজকের দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে ইতোমধ্যে একাদশে পরিবর্তন আনতে বিসিবির কাছে সুপারিশও করেছে টেকনিক্যাল কমিটি। এরই অংশ হিসেবে আজ টাইগারদের একাদশে ফিরতে পারেন পেসার রুবেল হোসেন, স্পিনার আরাফাত সানি ও ব্যাটমম্যান আনামুল হক বিজয়। ১০ জুলাই অনুষ্ঠিত প্রথম ওডিআইতে একাদশে ছিলেন না এই তিনজন। তাই আজকের ম্যাচের গুরুত্ব বিবেচনায় তাদের ফেরার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বিবিসি সূত্র জানায়।
আজ রবিবার বিকাল ৩টায় মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। জানা গেছে, দ্বিতীয় ওয়ানডেতে সাফল্য পেতে মূল একাদশে এনামুল হক বিজয়, আরাফাত সানি এবং পেসার রুবেল হোসেনকে দলে রাখার প্রস্তাব করা হয়েছে। তবে কাদের দলে রাখা হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দ্বিতীয় ওয়ানডের একাদশে ১০ জন খেলোয়াড় নিশ্চিত। একজনের জায়গা নিয়ে আলোচনা চলছে। এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফরমেন্সের কারণে খেলোয়াড়দের সতর্ক করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেছেন যে সবাইকে পেশাদার মনোভাব দেখাতে হবে।
উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় খুব বাজেভাবে হারে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে সফররত প্রোটিয়ারা। আজকের ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা।
বিডি-প্রতিদিন/১২ জুলাই ২০১৫/শরীফ