দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের পরাজয়ের ক্ষেত্রে বৃষ্টি বাগড়াকে কিছুটা হলেও দায়ি করছেন ক্রিকেট বিশ্লেষকরা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। বিকেল ৩টার পরিবর্তে খেলা শুরু হয় বিকেল ৫টা ৪০ মিনিটে। কার্টেল ওভারে ম্যাচ নেমে আসে ৪০ ওভারে। আর পিচের সুবিধা কাজে লাগিয়ে বলে আগুন ঝরান প্রোটিয়া তরুণ পেসার কাগিসো রাবাদা। অভিষেকে হ্যাটট্রিকসহ ৬ উইকেট তুলে নিয়ে গড়েন বিশ্ব রেকর্ড। ১৬০ রানে অলআউট হয়ে বাংলাদেশ হার মানে ৮ উইকেটের বড় ব্যবধানে। এসব সব যুক্তি পর্যবেক্ষকদের। আজ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে। এদিনও বৃষ্টির সম্ভাবনাকে উড়িয়ে দিতে চাইছে না আবহাওয়া দপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রবিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। সকালে বৃষ্টিপাতের সম্ভাবনা ৪৭ শতাংশ। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ৫১ শতাংশ। দিনে ২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।
বিডি-প্রতিদিন/১২ জুলাই ২০১৫/ এস আহমেদ