সেই ২২ গজের মাঠ থেকেই নারী হৃদয়ে জায়গা ব্রেট লি'র। এখনো হার্টথ্রব সাবেক এই অস্ট্রেলিয়ান বোলার। তবে এবার মাঠ থেকে বেরিয়ে রূপালি পর্দায় তিনি। আগামী ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে ব্রেট লি অভিনীত মুভি 'আনইন্ডিয়ান'। সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে মুভিটির একটি ট্রেলার। এর আগে তাকে দেখা গিয়েছে একটি অ্যালবামে।
'অানইন্ডিয়ান' মূলত একটি রোমান্টিক কমেডি ধাঁচের মুভি। এক 'সিঙ্গল মাদার'কে নিয়ে মুভিটির গল্প আবর্তিত। একাধিক জায়গায় নিজেকে ভারতীয় করে তুলতে চাইছেন ব্রেট লি। ব্রেট লি'র বিপরীতে অভিনয় করবেন বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়৷ মুভিটি প্রযোজনা করেছেন সিডনির বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত অনুপম শর্মা। মুভিটির মূল আকর্ষণ যে ব্রেট লি যে তা বলাই বাহুল্য। যদিও মুভিটি ভারতে প্রকাশ পাবে কিনা তা নিয়ে এখনো কিছু জানা যায়নি। তবে অস্ট্রেলিয়ার ৮০টি হলে দেখা যাবে ব্রেট লি অভিনীত এই মুভিটি।
বিডি-প্রতিদিন/১২ জুলাই ২০১৫/শরীফ