বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার জুবায়ের হোসেনের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার রুবেল হোসেন। তবে সফরকারী দলে কোনো পবিবর্তন হয়নি।
৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজ হারলে সিরিজের তৃতীয় ওয়ানডেটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হবে।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটল দাস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা (অধিনায়ক), ডি কোক, ডু প্লেসিস, রোসোউ, ডেভিড মিলার, জেপি ডুমিনি, বেহারডিয়েন, মোরিস, অ্যাবোট, রাবাদা ও ইমরান তাহির।
বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৫/মাহবুব