বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ১২.১ ওভারে এক উইকেটে ৪৫ রান। বর্তমানে ব্যাট হাতে ক্রিকে আছেন রিলি রুশো (০) ও ফাফ ডু প্লেসিস (১৫)।
রবিবার মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক। শুরু থেকে ধীরস্থির হয়ে দুই ওপেনার ব্যাট করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি ডি কক (০২)। দলীয় চতুর্থ এবং ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলে ডি কককে সাব্বিবের ক্যাচে পরিণত করেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।
এরপর ক্রিজে আসেন বাংলাদেশ সফরে ধারাবাহিকভাবে রান পাওয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। প্রোটিয়াদের এই টি-২০ অধিনায়ককে নিয়ে দলকে টেনে নিতে থাকেন ডি ভিলিয়াসের বদলে অধিনায়কের দায়িত্ব পাওয়া হাশিম আমলা। তবে তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। মুস্তাফিজের মতো ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলে আমলাকে (২২) সরাসরি বোল্ড করে দেন গত তিনম্যাচে সুযোগ না পাওয়া রুবেল হোসেন।
আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার জুবায়ের হোসেনের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার রুবেল হোসেন। তবে সফরকারী দলে কোনো পবিবর্তন হয়নি।
৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজ হারলে সিরিজের তৃতীয় ওয়ানডেটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হবে।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটল দাস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা (অধিনায়ক), ডি কোক, ডু প্লেসিস, রোসোউ, ডেভিড মিলার, জেপি ডুমিনি, বেহারডিয়েন, মোরিস, অ্যাবোট, রাবাদা ও ইমরান তাহির।
বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৫/মাহবুব