হাতের ইনজুরির কারণে কাতার ওপেনের পর এবার ইন্ডিয়ান ওয়েলস বিএনপি পারিবাস ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেনে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স বা বিএনপি পারিবাস ওপেন অনুষ্ঠিত হবে। পুরুষ ইভেন্টে ৪৩তম ও নারী ইভেন্টের জন্য এটি ২৮তম আসর। আগামী ৯ মার্চ শুরু হয়ে ২০ মার্চ টুর্নামেন্টের পর্দা নামবে।
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামসের বিপক্ষে হেরে যাওয়ার পর থেকেই কোর্টের বাইরে শারাপোভা। ২০১৬ সালের শুরুতেই বাঁ হাতের ইনজুরিতে পড়েন রাশিয়ান গ্ল্যামার গার্ল।
শারাপোভা বলেন, চলতি বছরের বিএনপি পারিবাস ওপেনে খেলতে পারব না ভেবে আমি খুবই হতাশ। ডব্লিউটিএ'র (ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন) মধ্যে এটি আমার ফেভারিট ইভেন্টগুলোর একটি। লস অ্যাঞ্জেলসে আমার বাড়ি থেকে খুব কাছেই এটি অবস্থিত। এখন বাম হাতের ইনজুরিতে দৃষ্টি রাখছি এবং নিজেকে শতভাগ ফিট করে টেনিসে ফেরার চেষ্টা করছি।
ইন্ডিয়ান ওয়েলসের ২০০৬ ও ২০১৩ আসরের শিরোপা জিতেছিলেন শারাপোভা। কিন্তু তাকে ছাড়াই এবারের টুর্নামেন্ট কোর্টে গড়াচ্ছে।
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/ এস আহমেদ