রাজধানীর মিরপুরে এশিয়া কাপ ফাইনালের টিকিট কিনতে আসা দর্শকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এঘটনার জের ধরে টিকিট প্রত্যাশীরা ব্যাংকে হামলা ও রাস্তায় গাড়ি ভাঙচুর করেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হোসেন বলেন, ‘শনিবার সকাল থেকেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে টিকেট প্রত্যাশীদের মাত্রাতিরিক্ত ভিড় ছিল। টিকেট বিক্রি শুরু হতেই টিকেট নাই গুজব উঠলে লাইনে দাঁড়ানো টিকেট প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। একপর্যায়ে তারা ব্যাংকে ইট নিক্ষেপ এবং সড়কে গাড়ি ভাংচুর শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে।’
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ইউসিবি ব্যাংকের মিরপুর শাখায় সরাসরি টাকা দিয়ে দর্শকরা টিকেট কিনতে পারবেন। ফাইনালের টিকেট পেতে ৩৬ ঘণ্টা আগেই সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন ক্রিকেটপ্রেমিরা।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৬/মাহবুব