জাতীয় দলের হয়ে সর্বশেষ প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নেমেছেন ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে। টুর্নামেন্টে গ্রুপ পর্বের একটি ম্যাচে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও চিয়েলিন্নির ঘাড়ে কামড় বসিয়ে আন্তর্জাতিক ফুটবলে নয় ম্যাচ এবং যেকোনো ধরনের কর্মকাণ্ডে ৪ মাসের নিষেধাজ্ঞা পান। এরপর বার্সেলোনার হয়ে মাঠে আলো ছড়ালেও প্রতিযোগিতামূলক ফুটবলে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি। অবশেষে সেই আক্ষেপ মিটে যাচ্ছে উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের।
বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাটিন আমেরিকা অঞ্চলের খেলায় চলতি মাসে ব্রাজিল ও পেরুর মুখোমুখি হবে উরুগুয়ে। এজন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। আর এই দলেই ডাক পেয়েছেন বার্সার অন্যতম এই গোলমেশিনকে।
বর্তমানে ক্লাব ফুটবলে দারুণ ছন্দে রয়েছেন সুয়ারেজ। স্প্যানিশ চ্যাম্পিয়নস বার্সার হয়ে করেছেন ৪১টি গোল। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় নিজেদের চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে উরুগুয়ে।
উরুগুয়ের দল:
গোলরক্ষক: মার্টিন চ্যাম্পনা , রদরিগো মুনোজ, ফার্নান্দো মুসলেরা, মার্টিন সিলভা।
ডিফেন্ডার: সেবাস্টিয়ান কোটস, হোসে গিমেনজে, দিয়েগো গদিন, , ম্যাক্সিমিলিয়ানো পেরেরা, গ্যাস্টন সিলভা, গুইলারমো ভারেলা, ইমিলিয়ানো ভেলাজকুয়েজ।
মিডফিল্ডার: ম্যাথিয়াস কোরুজো, জিওর্জিয়ান ডি আরাসেকেটা, আলভারো গঞ্জালেস, দিয়েগো ল্যাক্সলাট, নিকোলাস লেদেইরো, ব্রায়ান লোজানো, ক্যামিলো মায়েদা, আলভারো পেরেরা, ইগিদিও আরেভালো রিওস , ক্রিস্টিয়ান রদ্রিগেজ, কার্লোস সানচেজ, মাতিয়াস ভেসিনো।
ফরওয়ার্ড: এডিনসন কাভানি, আবেল হার্নান্দেজ, দিয়েগো রোলান , ক্রিস্টিয়ান স্টুয়ানি, লুইস সুয়ারেজ।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৬/মাহবুব