এশিয়া কাপ টি-২০'র ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও শীর্ষ দল ভারত। আজকের ম্যাচে টাইগার অলরাউন্ডার সাব্বির রহমানের সামনে রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। টুর্নামেন্টে চার ম্যাচে এখন পর্যন্ত ১৪৪ রান করেছেন রাজশাহীর এই ছেলে। সাব্বির ২৪ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে করেন ৪৪ রান, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেন ৬, তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ম্যাচজয়ী ৮০ রান ও ফাইনালে উঠার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ১৪ রান। অার টুর্নামেন্টে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ ১৩৭ রান করেন ভারতের রোহিত শর্মা। তবে টুর্নামেন্টের এবারের আসরে সর্বোচ্চ সংগ্রহ পাকিস্তানি বংশোদ্ভূত হংকংয়ের ব্যাটসম্যান বাবর হায়াতের। তার মোট সংগ্রহ ১৯৪ রান। ফলে আজকের ফাইনাল ম্যাচে ভালো পারফরম্যান্স করতে পারলে রোহিত বা সাব্বিরের তাকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে সাব্বিরই এগিয়ে আছেন। খবর ইএসপিএনক্রিকোইনফোর
বিডি-প্রতিদিন/৬ মার্চ ২০১৬/শরীফ