এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের চলতি আসরে বাংলাদেশকে ফাইনালে নিয়ে আসার পেছনে বড় ভূমিকা রেখেছেন দুই অলরাউন্ডার সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাব্বিরতো ইতোমধ্যে এই আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকে [১৪৪ রান] পরিণত হয়েছেন। আর মাহমুদউল্লাহ তো ফাইনালে উঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বিপর্যয়ের মুহূর্তে গুরুত্বপূর্ণ ২২ রান দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তাইতো ভারতের সাবেক ডানহাতি মিডিয়াম পেসার জাভাগাল শ্রীনাথের চোখেও এই দুজন-ই বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এশিয়া কাপের এবারের আসরে সেরা খেলোয়াড়। সাব্বির ও মাহমুদউল্লাহ দুজন যেভাবে শর্টবল খেলেছেন তা সত্যিই উদাহরণস্বরূপ বলে তার মত। তাই ভারতের বিপক্ষে অাজকের ফাইনাল ম্যাচে এ দুজনই টাইগারদের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হবেন বলেও শ্রীনাথের অভিমত। সেজন্য আজকের ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিসহ অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের এ দুজনের প্রতিই বিশেষ নজর থাকবে বলেও জানান তিনি। খবর দ্য হিন্দুর
বিডি-প্রতিদিন/৬ মার্চ ২০১৬/শরীফ