রাত সাড়ে ৮টায় মাঠ পর্যবেক্ষণে যাবেন অফিসিয়ালরা। এরপরই বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল হাই ভোল্টেজ ম্যাচটি। কিন্তু বিকেলের পর পরই শুরু হয় বৈশাখী ঝড়সহ মুষলধারে বৃষ্টি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় স্টেডিয়ামের। খেলা নিয়ে শুরু হয় অনিশ্চয়তা।
এ রিপোর্ট লেখার সময় রাত সোয়া ৮টায় বৃষ্টি নেই বললে চলে। তবে মাঠ ভেজা থাকায় শুরু হয়নি ম্যাচটি। রাত সাড়ে ৮টার পর মাঠ পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্টরা।
যদি ৫ ওভার করেও ম্যাচ মাঠে গড়ানো সম্ভব হয় তবে শিরোপার হিসাব-নিকাশ মেলাতে তাই করা হবে। অন্যথায় যুগ্ম-চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বাংলাদেশ ও ভারতকে।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ ২০১৬/ এস আহমেদ