রাত সাড়ে ৯টায় শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপ ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচটি। রাত পৌনে ৯টায় মাঠ পর্যবেক্ষণ করেছেন আম্পায়াররা। দেরির কারণে ২০ ওভারের বদলে ১৫ ওভারের খেলা হবে। দু'দলের বেশিরভাগ খেলোয়াড় মাঠে নেমে ফুটবল খেলে গা-গরম করছেন।
ম্যাচে সর্বোচ্চ ৫ জন বোলার ব্যবহার করা যাবে, একজন সর্বোচ্চ ৩ ওভার বল করতে পারবেন।
বৃষ্টির কারণে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলাটি শুরু হতে পারেনি।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ ২০১৬/ এস আহমেদ