রাতে আর রাজধানীতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে প্রকৃতি বিরূপ না হলে বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারত ম্যাচটি আর বিঘ্নিত হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে।
রাজধানী ঢাকাসহ সারা দেশে সন্ধ্যার পর বৃষ্টিপাত হলেও রাত ৮টার পর বৃষ্টি কমে গেছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার সারা দেশে কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। রাজধানী ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে। সেখানে সর্বাধিক ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ইশ্বরদীতে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে রাতে রাজধানীতে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
এর আগে সকাল থেকে ঝলমলে রোদ দেখা গেলেও দুপুর গড়িয়ে বিকেল পার হলেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপরই শুরু হয় কালবৈশাখী ঝড়সহ মুষলধারে বৃষ্টি। ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে রাত সাড়ে ৯টায় শুরু হয়।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ ২০১৬/ এস আহমেদ