দ্বিতীয় ওভারেই প্রথম উইকেটটি হারালো ভারত। আল-আমিন হোসেনের বলে ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ১ রানে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন রোহিত শর্মা। ব্যাট করছেন শেখর ধাওয়ান ও বিরাট কোহলি।
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে টাইগাররা। ১২১ রানের লক্ষে ব্যাট করছে ভারত। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়েছে। তিন ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১২ রান।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ ২০১৬/ এস আহমেদ