ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় অাইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। নেদারল্যান্ডস অধিনায়ক পিডাব্লিউ বরেন টসে জিতে প্রথমে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
অাইসিসি বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচ আজ টাইগারদের। এশিয়া কাপ টি-২০ বিশ্বকাপের একাদশ থেকে টাইগারদের আজকের একাদশে একটি মাত্র পরিবর্তন এসেছে। আবু হায়দারের জায়গায় দলে স্থান হয়েছে আরাফাত সানির। পেসার মোস্তাফিজুর রহমানও আজকের ম্যাচে নেই।
এদিকে, শেষ পর্যন্ত টাইগাররা ২.৩ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করেছে।
টাইগারদের একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেইন, মাশরাফি মুর্তজা, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও আল আমিন হোসেইন।
আর নেদারল্যান্ডসের একাদশটি হলো এসজে মাইবার্গ, ডাব্লিউ বারেসি, বিএন কুপার, টিএলডাব্লিউ কুপার, অধিনায়ক বরেন, ভ্যান দের মারউয়ি, পিএম সিলার, মুদাসসার বুখারি, ভ্যান উইক, ভ্যান দের গুজটেন এবং ভ্যান মিকেরেন।
বিডি-প্রতিদিন/৯ মার্চ ২০১৬/শরীফ