আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপে ১৯ মার্চ অনুষ্ঠেয় ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি নিয়ে সমস্ত বিভ্রান্তি ও অনিশ্চয়তার অবসান ঘটলো। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের জন্য প্রদত্ত নিরাপত্তা নিয়ে শঙ্কার প্রেক্ষিতে আইসিসি ধর্মশালার ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে স্থানান্তর করেছে। ধর্মশালা ভেন্যু নিয়ে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সরকারের উদ্বেগ এবং হিমাচল প্রদেশ সরকার নিরাপত্তা প্রদান করতে পারবে না বিবৃতি দেয়ার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতির মধ্যে অাইসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন এক বিবৃতিতে আজ একথা জানিয়েছেন। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
সম্প্রতি রাজস্থানে ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ধর্মশালায় ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি আয়োজন নিয়ে সেখানকার মানুষের মধ্যে থেকে ব্যাপক বিরোধিতা এসেছিল। এর প্রেক্ষিতে হিমাচলের মুখ্যমন্ত্রী বীরভাদ্র সিং ম্যাচের নিরাপত্তা দিতে নিজের অপারগতা প্রকাশ করেন। নিজের এ অপারগতার কথা জানিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠান তিনি। এর প্রেক্ষিতে কেন্দ্র সরকার পাকিস্তান দলের জন্য প্যারামিলিটারি বাহিনীর দেয়ার প্রতিশ্রতি দিয়েছিল। তবে পাকিস্তান সরকার এ নিরাপত্তা ব্যবস্থাকে যথেষ্ট নয় জানিয়েছে একটি নিরাপত্তা দলও ভারতে পাঠিয়েছিল। এত কিছু সত্ত্বেও ধর্মশালার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সব পক্ষের মধ্যে উদ্বেগ ছিল। যার প্রেক্ষিতে আইসিসি চূড়ান্তভাবে ম্যাচটি স্থানান্তর করতেই বাধ্য হলো।
ডেভ রিচার্ডসন আরো জানান, ধর্মশালার ম্যাচের জন্য যারা অনলাইনে টিকিট কিনেছিলেন তারা কলকাতার ম্যাচের জন্য তা বিনিময় করতে পারবেন। ক্রেতারা চাইলে টিকিটের পুরো দাম ফেরতও [রিফান্ড] নিতে পারবেন।
উল্লেখ্য, আগামী ১৫ মার্চ আইসিসি টি-২০ বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হবে। এতে দশটি দেশ দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে।
বিডি-প্রতিদিন/৯ মার্চ ২০১৬/শরীফ