পুলিশের পোশাকধারী এই ভদ্রলোককে দেখে কি চেনা মনে হচ্ছে? একে কখনও টিভি-র পর্দায় দেখেছেন বলে মনে পড়ছে? সূত্র হিসেবে বলি, এঁকে দেখে থাকবেন ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালের মঞ্চে। তবে আইনরক্ষকের ভূমিকায় অবশ্যই নয়।
২০০৭ সালে এঁর মুখে এমন পুরু গোঁফের অস্তিত্ব ছিল না। এমন গুরুগম্ভীর হাবভাবও দেখা যায়নি। উল্টে যথেষ্ট ছটফটে, চনমনে ছিলেন তিনি। আসলে পাকিস্তানকে ফাইনালে দুরমুশ করে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন সেদিনের সেই তরুণ যোগিন্দর শর্মা।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় সেই রুদ্ধশ্বাস বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে বিধ্বংসী মিসবাহ-উল-হককে ফিরিয়ে দিয়ে ভারতের জয় ছিনিয়ে এনেছিলেন পেসার যোগিন্দর। ৩ বল বাকি থাকতে ৫ রানে চিরশত্রু দমন করে বিশ্বকাপ উঠেছিল মহেন্দ্র সিং ধোনির হাতে।
এই বিরাট সাফল্যের পরই কিন্তু হোঁচট খেতে থাকে যোগিন্দর শর্মার কেরিয়ার। ধীরে ধীরে জাতীয় দলের পর হরিয়ানা রঞ্জি দলেও অনিয়মিত হতে থাকেন। শেষ পর্যন্ত অকালেই ঝরে যান ক্রিকেট বাগিচা থেকে। তবে বিশ্বকাপ ফাইনালের সাফল্য ততদিনে একটি চাকরি জুটিয়ে দিয়েছিল। হরিয়ানা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হিসেবে কর্মজগতে প্রবেশ করেন যোগিন্দর। সাড়ে আট বছর পর তিনি রাজ্যের ডিএসপি পদে অধিষ্ঠিত।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন